দেশের বাজারে প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম বেড়েছে। এই অবস্থায় সরক꧋ার টিসিবির মাধ্যমে জনসাধারণকে সাশ্রয়ী মূল্যে পণ্য দেওয়ার চেষ্টা করছে। সংস্থাটির কার্যক্রম আরও জোরদার করার সুপারিশ করেছে জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটি।
বুধবার (২৩ মার্চ) জাতীয় সংসদ ভবনে এই কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সভাপতিত্ব করেন꧃ কমিটির সভাপতি আ স ম ফিরোজ। কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং মুহিবুর রহমান মানিক বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠক শেষে আ স ম ফিরোজ বলেন, “কমিটি টিসিবির কার্যক্রম আরও জোরদার করতে বলেছে। এজন্য লোকবল বাড়ানো, প্রতিটি বিভাগে গুদাম তৈরি, অর্থ বরাদ্দ বাড়ানো, আমদানিকারকদের কাছ থেকে টিসিবি যেন সরাসরি পণ্ܫয কিনতে পারে, সে ব্যবস্থা করার সুপারিশ করেছে কমিটি।”
𝕴বৈঠকে ভোজ্যতেলের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয় জানিয়ে সভাপতি বলেন, “ব্যবসায়ীরা অন্যায়ভাবে ভোজ্যতেলের দাম বাড়িয়ে লজ্জাজনক কাজ করেছেন। পুরো দেশবাসীকে লজ্জায় ফেলেছেন। সরক𒆙ার এ বিষয়ে ব্যবস্থা নিয়ে তেলের দাম কমিয়েছে।”
এ সময় হঠাৎ রডের দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে কমিটির সভাপতি বলেন, “রডের দাম কেন বেড়েছে, তা সাত দিনের মধ্যে জানাতে বলেছে কমিটি। এর পেছনে সিন্ড🐲িকেট কাজ করছে কি না, তা খুঁজে দেখতে বলাে হয়েছে।”