ঢাকায় এলো অ্যাস্ট্রাজেনেকার আরও প্রায় ৮ লাখ টিকা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৩১, ২০২১, ০৭:১৫ পিএম

জাপান থেকে করোনারোধী অক্সফোর্ড-অ্যাস্𒁃ট্রাজেনেকার আরও ৭ লাখ ৮১ হাজার ডোজ টিকা ঢাকায় এসেছে।

শনিবার বেলা ৩টার দিকে হংকং এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতি꧟ক বিমানবন্দরে এগুলো এস🧔ে পৌঁছায়।

স্বাস্থ্য অধিদপ্তরের ღভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক এ তথ্য নিশ্চিত করে বলেন, “শনিবার বিকেল ২টা ৫০ মিনিটিকে টিকাবাহী বিশেষ বিমান দেশে আসছে। এই বিমানে ৭ লাখ ৮১ 𒊎হাজার ৩২০ ডোজ টিকা রয়েছে।”

এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ ম🐽ালেক, পররাষ্ট্রমন্ত্রী🤪 এ কে আব্দুল মোমেন। এই টিকা কেন্দ্রীয় ইপিআই স্টোরের ওয়াক ইন কুলার রুমে সংরক্ষণ করা হবে।

বিশ্বজুড়ে🥃 ন্যায্যতার ভিত্তিতে করোনার টিকা প্রাপ্তি নিশ্চিতের লক্ষ্যে গড়ে ꦯতোলা প্ল্যাটফর্ম কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দিচ্ছে জাপান।