সুপ্রিম কোর্ট বারে প্রথম দিনের ভোট গ্রহণ শেষ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ০৯:৪৭ পিএম
ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২১-২২ সেশ🃏নের নির্বাচনের প্রথম দিনের ভোটগ্রহণ শেষ হয়েছে। প্রথম দিনে ২ হাজা💛র ৮২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার (১৫ মার্চ) সকাল ১০টায় শুরু হয়ে মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। এছাড়া আগামীকাল ব🍌ুধবারও ভোট গ্রহণ চলবে।

নির্বাচন পরিচাဣলনা কমিটির সদস্য অমিত দাশ গুপ্ত বলেন, “প্রথম দিনে দুই হাজার ৮২৬ জন আইনজীবী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এর মধ্যে নয়টি ভোট বাতিল হয়েছে।”

প্রথম দিন সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনের ৫১টি বুথে আইনজীবীরা তাদের ভোটাধিকার প্🀅রয়োগ করেন। আগামীকালও একই সময় ভোট অনুষ্ঠিত হবে।

এবারের নির্বাচনে মোট ভোটার আট হাজার ৬২৩ জন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্ট বারের সাবেক সাধারণ ꦐসম্পাদক ও সিনিয়র আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান।

এবারের নির্বাচনে আইনজীবী মো. মোﷺমতাজ উদ্দিনﷺ ফকিরকে সভাপতি ও অ্যাডভোকেট মো. আব্দুন নূর দুলালকে সম্পাদক প্রার্থী করে ভোটের মাঠে রয়েছেন আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের প্রার্থীরা।

আর বিএনপি সমর্থিত নীল প্যানেলের হয়ে সভাপতি পদে নির্বাচন করছেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল। যিনি এই সমিতির সাবেক সম্পাদক। আর সাধারণ সম্পাদ🍸ক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক দুইবারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুসജ কাজল।

এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে সভাপতি পদে ভোটে অংশ ন✨িয়েছেন ড. মো. ইউনুছ আলী আকন্দ। এছাড়া অন্যান্য পদে বিভিন্ন আইনজীবী নির্বাচনে অংশ নিয়েছেন।

এর আগে ২৩ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ২০২২-২০২৩ সেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল সমিতির গঠনতন্ত্রের ১৪ (১) অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন📖ি তফসিল ঘোষণা করেন।

কাযর্করী কমিটির সভাপতি পদে একটি, সহসভাপতি পদে দুটি, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে এ🎶কটি, সহসম্পাদক পদে দুটি এꦿবং কার্যকরী কমিটির সদস্য পদে সাতটি পদসহ সর্বমোট ১৪টি পদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।