পল্লবীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ০৮:৫৮ এএম
প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর পল্লবী এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে জাহিদ (২৪) নামে এক যুবক ছুরিকাঘাতে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অপর এক যুবক। তার নাম কামরান (২৩)। তাকে বর🤪্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত জাহিদ মিরপুর ১১ নম্বরের বাংলা স্কুল এলাকায় থাকতেন এবং সেখানকার একটি বাজারে মাছ বিক্রি করতেন। তার🅘 বাবার নাম মো. হানিফ।

জাহিদের বন্ধু হাছান বলেন, “জিহাদসহ তারা চার বন্ধু বাংলা স্কুলের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় একই এলাকার মিঠুন, জসিম, রাজাসহ কয়েকজন তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালালে দুইজন আহত হন।&r🌠dquo;

পুলিশ জানায়, দুই গ্রুপের স🐟ংঘর্ষের পর আহღত অবস্থায় জাহিদ ও কামরানকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। রাত সাড়ে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক জাহিদকে মৃত ঘোষণা করেন।

পল্লবী থানার ভারপ্🦹রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলাম বলেন, “এ ঘটনার বিস্তারিত কিছু জানা যায়নি। তবে ছুরিকাঘাতের ঘটনায় একজন❀ হাসপাতালে মারা গেছেন। অপর একজন আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।”