জনগণের অর্থ যেন অপচয় না হয় : পরিকল্পনামন্ত্রী

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:০৮ পিএম
ছবি: সংগৃহীত

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “প্রকল্পে অর্থ খরচ নিয়ে জনগণ খুবই সচেতন, তাই জনগণের অর্থ সাবধানে খরচ করতে হবে൩। কোনোভাবেই যেন অপচয় না হয়।”

মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতি🦩ক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এক কর্মশালায় এ কথা বলেন তিনি।

পরিকল্পনামন্ত্রী বলেন, “অপচয়ের বিষয়ে আমরা পরিবার থেকেও শিক্ষা নিয়ে থাকি। খাবার 🌞খাওয়ার সময় যেন অপচয় না হয়, টাকা যেন হিসাব করে খরচ করি, এসব শিক্ষা পরিবার থেকেই নিয়ে থাকি। এসব বিষয় আমাদের বর্তমান কর্মক্ষেত্রেও কাজে লাগাতে হবে।”

ম🎃ন্ত্রী আরও বলেন, “আইএমইডির বিষয়েও মানুষের আগ্রহ ℱআছে। কোন প্রকল্প কীভাবে মূল্যায়ন হলো, তা মানুষ জানতে চায়। বাংলাদেশ পরিসংখ্যান বিভাগ জনশুমারিসহ নানা শুমারি ও জরিপ করে থাকে। এসব জরিপের বিষয়ে মানুষ জানতে চায়। তাই কাজগুলো খুব মন দিয়ে সঠিকভাবে বাস্তবায়ন করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন পরিকল্পনা বিভাগের সচিব প্রদীপ রঞ্জন চক্রব💟র্তী, আইএমইডি সচিব আবু হেনা মোরশেদ জামানসহ সংশ্লিষ্টরা।