কফি মেশিন বিস্ফোরণে আহত ৪

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২২, ০৩:২৭ পিএম
ফাইল ছবি

রাজধানীর শেরে বাংলা নগর꧅ থানার আইডিবি ভবনের পাশের একটি কফিশপে কফির মেশিন বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। পরে তাদের আহত অবস্থায় সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 

এছাড়া আহত রিয়াদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) 💎হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে ♐আসা হয়।

আহতরা হলেন- রুবেল (৩৫), হিরু (৪০), আলমগীর (২২) ও 🌞রিয়াদ (২৫)।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।&🌺nbsp;

রিয়াদকে নিয়ে আসা জনি বলেন, “কফি বানানোর সময় হঠাৎ মেশিন বিস্ফোরণ ঘটে। এতে চারজন ꧂আহত হয়। পরে তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন চিকিৎসক।ꦚ আর রিয়াদের অবস্থা খারাপ হওয়ায় তাকে ঢাকা মেডিকেলে রেফার্ড করেছেন চিকিৎসক। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।

জনি আরো বলেন, “রিয়াদের শরীর থেকে অনেক রক্ত বেরিওয়েছে। চিকিৎসক বলেছেন তার চার ব্যাগ রক্ত লাগবে (এ পজিটিভ)।

এ বিষয়🎃ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “আগারগাঁও থেকে কফি মেশিন বিস্ফোরণে আহত হয়ে একজন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে এসেছে। তার চিকি✨ৎসা চলছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা শঙ্কামুক্ত নয়।”