সপ্তম ধাপে সারা দেশের ২০ জে✅লার ২৪ উপজেলায় ১৩৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার।
এদিন সকাল ৮টা থেকে বি🍃কেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
জানা গেছে, ১৩৮ ইউপির মধ্যে ৯টি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে। বাকি ১২৯ ইউপিতে ভোট হবে🃏 প্রচলিত ব্যালট পদ্ধতিতে। ইত🀅োমধ্যে এ ধাপের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে।
ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, “ইউপি ভোটের পরিস্থিতি ভালো আছে। এখন পর্যন্ত বড় কোনো সহিংসতার তথ্য পাইনি। আমাদের প♌্রস্তুতি আছে। সুষ্ঠু ভোটের প্রত্যাশা করছি।”
এর আগে সপ্তম ধাপের এই ইউপি নির্বাচনে বিনাভোটে নির্বাচিত হয়েছেন ৭১ প্রার্থী। যার মধ্যে চেয়ারম্যান পদে ১১ জন, সংর♔ক্ষিত পদ๊ে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ভোটের আগেই নির্বাচিত হয়েছেন ৪৭ জন।
ভোটের মাঠের লড়াইয়ে প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন ৫ হাজার💝 ৮৭৪ জন। চেয়ারম্যান পদে লড়ছেন ৫৭৬ জন, সংরক্ষিত পদে ৫৭৬ জন ও সাধারণ সদস্য পদে ৪ হাজার ৬২ জন।
এক হাজার ৩৫০টি ভোটকেন্দ্রে সাত হাজার ৮৫ ভোটকক্ষ ♉রয়েছে।
২৪ লাখ ৫১ হাজার ৭৮২ ভোটার ভোট দেবেন। যার মধ্যে পুরুষ ভোটার ১২ লাখ ৫৭ হাজার ৫৮৬ জন। নারী ভোটার ১১ লাখ ৯🐷৪ হাজার ২২৯ জন ও ট্রান﷽্সজেন্ডার ভোটার রয়েছেন ৩ জন।
নির্বাচন উপলক্ষে ভোটকেন্দ্♚রে ২২ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। প্রতি ইউনিয়নে পুলিশ, এপিবিএন ও ব্যাটালিয়ন আনসারের সমন্বয়ে একটি মোবাইল ফোর্স থাকবে। প্রতি তিনটি ইউনিয়নে এদের সমন্বয়ে স্ট্রাইকিং ফোর্স থাকবে।
এ ছাড়া র্🙈যাবের সমন্বয়ে প্রতি উপজেলায় মোবাইল টিম দু🍎টি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে।
বিজিবির সমন্বয়ে প্রতি উপজেলায় মোবাইল টিম দুটি ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া উপকূলীয় এলাকায় কোস্টগার্ডের সমন্বয়ে দুটি মোবাইল টিম ও একটি স্ট্রাইকিং ফোর্স থাকবে। এছাড়া প্রার্থিতা প্রত্যাহারের পরদিন থেকে নির্বাচন সমাপ্ত না হওয়া পর্যন্ত প্রতি উপজেলা একজন ও ভোটগ্রহণের আগের 🃏দুই দিন, ভোটগ্রহণের দিন ও ভোটগ্রহণের পরের দিন অর্থাৎ মোট চার দিনের জন্য প্রতি ইউনিয়নে কমপক্ষে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা রয়েছে।
এদ🍬িকে স্থানীয় চাহিদার পরিপ্রেক্ষিতে অতিরিক্ꦺত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশনা রয়েছে।