এলপিজির নতুন দাম জানা যাবে কাল

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২২, ০৭:২৭ পিএম
ছবি: সংগৃহীত

দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা▨ এলপিজির মূল্য বাড়বে না কমবে তা জানা যাবে আগামীকাল বৃহস্পতিবার। এ সময় চলতি মাসের জন্য এলপিজির নতুন দাম💧 ঘোষণা করা হবে।

বুধবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি অ্যান্ড রেগুলে🦹টরি কমিশনের (🍃বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের রাষ্ট্র♒ীয় তেল কোম্পানি অ্যারামকোর ঘোষিত নতুন বছরের জানুয়ারির জন্য সৌদি সিপি অনুযায়ী ভোক্তাপর্যায়ে এলপিজির মূল্য সমন্বয়ক🌼 সম্পর্কে বৃহস্পতিবার দুপুর ১২টায় বিইআরসির নির্দেশনায় এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

এতে আরো বলা হয়, টানা দ্বিতীয় মাসে এলপিজির দাম কমিয়🌱েছে ভারত। দেশটিতে ১৯ কেজির সিলিন্ডার প্রতি কমানো হয়েছে ৯১ দশমিক ৫০ রুপি। বছরের শুরুতে দিল্লিতে দুই হাজার ১০১ রুপি থেকে কমে জানুয়ারিতে এলিপিজির দাম হয়েছিল এক হাজার ৯৯৮🍸 রুপি। ফেব্রুয়ারিতে আরও কমে এক হাজার ৯০৭ রুপিতে দাঁড়িয়েছে এলপিজির দাম।

এর আগে 🐽বছরের শুরুতেই দেশে এলপিজি গ্যাসের দাম ৫০ টাকা কমানো হয়। এক হাজার ২২৮ টাকা থেকে কমে জানুয়ারিতে এক হাজার ১৭৮ টাকা করা হয়।