সোমবার ২১৮ ইউপিতে নির্বাচন

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০৬:৪১ পিএম

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ষষ্ঠ ধাপে দেশের ২২ জেলার ৪২ উপজেলার ২১৮টি ইউপি🌜তে ভোটগ্রহণ হবে আগামীকাল সোমবার। 

এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টান🐼া ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে নির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সং💫স্থাটি। ইতোমধ্যে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোটের উপকরণ। এছাড়া আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সদস্যরাও মাঠে অবস্থান নিয়েছে।

ইসির যুগ্ম সচিব এসএম আসাদুজ♉্জামান জানান, আগামীকাল সোমবার ২২টি জেলার ৪২টি উপজেলার ২১৮টি ইউপিতে নির্বাচন হবে। এতে চেয়ারম্যান পদে এক হাজার ১৯৯ জন, সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে দুই হাজার💙 ৫৯ জন প্রার্থী রয়েছেন।

এর আগে এই ধাপে নির্বাচনে চেয়ারম্যান পদে ১২ জন, সাধারণ সদস্য পদে ১০০ জন 🐭ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩২ জন; মোট ১৪৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচ✨িত হয়েছেন।  

নির্বাচনে দুই হাজার ১৮৬টি ভোটকেন্দ্রের ১৩ হাজার💧 ৩০৫টি ভোটকক্ষে𝐆র ভোটগ্রহণ করা হবে। ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন।

এছাড়া ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, দেশে এখন পর্যন্ত ৩ হাজার ৭৭৩টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।♛  

অন্যদি🧜কে তফসিল দেওয়া হয়েছে, চার হাজার ১৩৮টি ইউপিতে। সারা দেশে মোট ইউপি হলো ৪ হাজার ৫৭৪টি। ৪৩৬টি ইউপি নিয়ে মামলা𓂃 ও সীমানা জটিলতা থাকায় নির্বাচন করা যায়নি।

ইতোমধ্যে পাঁচটি ধাপের নির্বাচন সম্পন্ন করেছে ইসি। আর সপ্তম ধাপে আগামী ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি অষ্টম ধাপের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।