বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং ডেনমার্কের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে শুভেচ্ছা জানিয়েছেন ডেনিশ প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন।
বৃহস্▨পতিবার (১৩ জানুয়ারি) বিকেলের দিকে তিনি এ টেলিফোন করেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম ব𓃲িষয়টি গণমাধ্যমকে জানান।
এ সময় টেলিফোন আলাপে দুই প্রধানমন্ত্রী একে অপরকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়া আলাপকালে♈ দুই প্রধানমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যকার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, জলবায়ু পরিবর্তন, অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন সেক্টরে একসঙ্গে কাজ করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।
ডেনমার্কের ইতিহাসে দ্বিতীয় নারী প্রধানমন্♑ত্রী এবং সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ায় মেটে ফ্রেডেরিকসেনকে শুভেচ্ছা জানান শেখ হাসিনা।