নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন বিষয়ে রাষ্ট্রপতি মো. আবদুল❀ হামিদের সঙ্গে সংলাপে অংশ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছে ন্যাশনাল পিপলস পার🅘্টি (এনপিপি)।
বুধবার (১২ জানুয়ারꦺি) বিকেল ৫টা ৩৫ মিনিটে দলটির সাত সদস্যের একটি প෴্রতিনিধিদল বঙ্গভবনে প্রবেশ করে।
এনপিপি চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর নেতৃত্বে সা🍌ত সদস্যের প্রতিনিধিদলে মহাসচিব মুক্তিযোদ্ধা মো. আবদুল হাই মন্ডলসহ আরও পাঁচ সদস্য রয়েছেন।
এর আগে নতুন নির্বাচন কম🍒িশন গঠনের লক্ষ্যে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈত📖িক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি।
এ পর্যন্ত ꦜ২০টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করেছেন রাষ্ট্রপতি। চলমান সংলাপের অংশ হিসেবে আজ যোগ দেয় এনপিপি।
আগা🐎মী ১৪ ফেব্রুয়ারি শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ।