রাজধানীর রামপুরা ওয়াপদা রোড ও যাত্রাবা💙ড়ীর মাতুয়াইল এলাকায় দুই নির্মাণশ্♕রমিক নিহত হয়েছেন।
নিহতরা হলেন- মো. মামুন (২০) ও আব্দুল কাদের (১৯)।
মঙ্গলব♏ার (১১ জানুয়ারি) বিকেল ও সন্ধ্যায় পৃথক দুই স্থানে তাদের মৃত্যু হয়।
নিহত মামুনের চাচাতো ভাই আতিকুর রহমান জানান, বিকেলে মাতুয়াইল মেডিকেলের সামনে নির্মাণাধীন একটি ভবন কাজ করছিলেন মামুন। ওই ভবনের দ্বিতীয় তলায় বাঁশ ওঠানোর সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর༺্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
෴আতিকুর আরও জানান, নিহত মামဣুন লালমনিরহাট জেলার হাতীবান্ধা গ্রামের মোহাম্মদ মন্টু মিয়ার ছেলেন। নির্মাণাধীন ওই ভবনেই থাকতেন তিনি।
এদিকে রামপুরায় নিহত আবদুল কাদেরের সঙ্গে কাজ করা শ্রমিক নুরুন্নবী বলেন, “ওয়াপদা রোডের একটি নির্মাণাধীন ভবনে আমরা কাজ করতাম। কাজ শেষে গোসল করে সবাই ওই নির্মাণাধীন ভবনের সামনে দাঁড়াই। এ সময় আব্দুল কাদের হঠাৎ পড়ে যান। গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয🦋়ে আসি। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নুরুন্নবী আরও বলেন, নিহত আব্দুল কাদের ভোলার বোরহান꧙উদ্দিন থানার মোহাম্মদ সাদেকের চেলে। রামপুরার ওয়াপদা রোড এলাকায় থাকতেন তিনি।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে☂ জানা൲ন, দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
সংশ্লিষ্ট থানায় এꦿ বিষ🃏য়ে জানানো হয়েছে বলেও জানান তিনি।