সস্ত্রীক করোনা আক্রান্ত মির্জা ফখরুল 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ০৩:৫৬ পিএম
ফাইল ছবি

সস্ত্রীক ক🐟রোনাভাইরাসে আক্রান্🧸ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে সোমবার (১০ জানুয়ারি) তাদের করোনা পরীক্ষার ফল পজিটিভ আসে। চিকিৎ💙সকের পরামর্শে বর্তমানে তারা ঢাকার বাসায় অবস্থান করছেন।

মঙ্গলবার (১১ জানুয়ারি) বিষয়ট🥀ি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপার🐷সনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল কবির বলেন, &♉ldquo;সম্প্রতি করোনার বুস্টার ডোজও নিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।”

আগামীকাল রাজশাহীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে 🐓যোগ দেওয়ার কথা ছিল তার (মির্জা ফখরুল) বলেও জানান তিনি।