রেমিট্যান্সের নতুন রেকর্ড

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২, ২০২২, ০৭:০৪ পিএম

সদ্য বিদায়ী ২০২১ সালে দেশের ইতিহাসে একক বছরে সর্বোচ্চ রে‌মিট্যান্সের রেকর্ড হয়েছে। সমাপ্ত বছরটিতে বৈধ উপায়ে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট🐼্যান্সের পরিমাণ দুই হাজার ২০৭ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৮৯ হাজার ৩৬৭ কো&⛄zwnj;টি টাকার বেশি।

তবে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগ♎ের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে প্রায়ಌ ২১ শতাংশ।

কেন্দ্রীয় ব্যাংকের ত🔥থ্য মতে, গত মাসে (ডিসেম্বর) দেশে ১৬৪ কোটি ৯০ লাখ ডলারের রেমিট্যান্স এসেꦯছে।

🍃এর আগে ২০২০ সালে একবছরে সর্বোচ্চ র𒉰ে‌মিট্যান্স এসেছিল ২ হাজার ১৭৪ কোটি ডলার।

এদিকে চলতি অর্থবছরের (২০২১-২২) প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স কমেছে ২৭০ কোটি ডলার বা ২০ দশমিক ৯১ শতাংশ। এ সময়ে এবার এক হাজার ২৩ কোটি ড🅰লার রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।

রেমিট্যান্স বাড়াতে ২০১৯-২০ অর্থবছরের বাজেটে ২ শতাংশ হারে প্রণোদনা দেয় সরকার। রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়ায় তবে নতুন বছর থেকে এটি আরও বাড়ানো✱ হয়েছে।

খাত সংশ্লিষ্টদের মতে, করোনাকালে দেশে রেমিট্যান্সের পরিমা🐼ণ বেশি আস𓂃ার কারণ হলো অনেকে অনিশ্চয়তা থেকে জমানো টাকা দেশে পাঠিয়েছেন।

এ সময় অবৈধ চ্যানেলগুলো বন্ধ থাকা🐷য় বাধ্য হয়ে সবাই ব্যাংকিং চ্যানেল ব্যবহার করেছেন।