আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘নির্বাচন কমিশন (ইসি) গঠনের বিষয়ে আইন করার সুযোগ নেই বা আইন হবে না, এ কথা তো আমি বলিনি। কারণ এমন একটা আইন হওয়া উচিত, যা সবার কাছে গ্রহণযোগ্য হবে। শুধু এক দℱলের কাছে গ্রহণযোগ্য 𓆏হলে তো তা সর্বজনীন আইন হবে না। আইন হবে, কিন্তু তা নির্বাচন কমিশন গঠন বিষয়ে সংলাপের ওপর নির্ভর করবে।”
রোববার (২ জা🐈নুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তি‌নি।
‘নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সংলাপ খুব একটা কাজে দেবে না। নির্বাচন কমিশনে কারা থাকবেন, সে বিষয়ে সরকারের সিদ্ধান্ত আছে। তারাই নিয়োগ পাবেন।’ সাবেক উপদেষ্টা আকবর আলি খানের বক্তব্যের বিষয়ে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, “বাংলাদেশে বাকস্বাধীনতা আছে। বাংলাদেশের যেকোনো নাগরিক তার অভিমত ব্যক্ত করতে পারেন। আমার মনে হয়, তিনি অভিমত ব্যক্ত করেছেন। তিন𝓰ি এটা করতেই পারেন।”
📖আনিসুল হক বলেন, “রাষ্ট্রপতির এ সংলাপ ব্যর্থ হচ্ছে নাকি সফল হচ্ছে, তা সংলাপ শেষ হওয়ার পর রাষ্ট্রপতি কী পদক্ষেপ নেন, সেটা দেখার পর বুঝবেন। সে পর্যন্তꦍ আপনাদের অপেক্ষা করতে হবে।”
দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপি সংলাপে যাচ্ছে না, এ বিষয়ে মন্ত্রী বলেন, ꦦ“আমি তাদের (বিএনপি) উদ্দেশে এ কথাই বলতে চাই, দেশ সবার ঊর্ধ্বে। দেশের স্বার্থে আপনারা যদি এ সংলাপে আসেন, সেটা আপনাদের জন্য ভালো হবে, সবার জন্য ভালো হবে।”