রাজধানীতে গণপরিবহনে বিশৃঙ্খলা দূর করতে আগামীকাল (রোববার) থেকে &ls🗹quo;ঢাকা নগর পরিবহন’ চালু হচ্ছে।
শনিবার (২৫ ডিসেম্বর) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে♏র জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
আবু নাছের জানান, আগামীকাল (বুধবার) রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে রুট রেশনালাইজেশনের উদ্যোগে নগর পরিবহনের কার্যক্রম উদ্বোধন করা হবে। ঢাকার দুই মেয়র এ কার্যক্রমের উদ্বোধন ক🧔রবেন।
জানা গেছে, কেরানীগঞ্জের ঘাটারচর থেকে🔯 কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে বাস রুট রেশনালাইজেশনের উদ্যোগে ঢাকা নগর পরিবহন। ২১ কিলোমিটারের এ রুটে নগর পরিবহনের ৫০টি বাস নিয়ে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম 🅺শুরু হবে। বাসগুলোর রঙ হবে সবুজ। এ রুটে কিলোমিটার প্রতি ভাড়া পড়বে দুই টাকা ২০ পয়সা।
এর আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রয়াত মেয়র আনিসুল হক রুটভিত্তিক কোম্পানির অধীনে বাস চালানোর উদ্যোগ নিয়েছিলেন ২০১৫ সালে। পরে ২০১৭ সালের ৩০ নভেম্বর আনিসুল হক মারা যাওয়ার পর বাস রুট রেশনালাইজেশন কমিটির ব্যবস্থাপনার দায়িত্ব পান ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তৎকালীন মেয়র মোহম্মাদ সাঈদ খোকন। সে সময় থেকে তিনি 🥀এ বিষয়ক কমিটির ১১টি সভা করেছেন। এরপর নতুন মেয়র শেখ ফজল🌠ে নূর তাপস এর দায়িত্ব পান।
এ কমিটি সবশেষ ১৯ ডিসেম্বর ২০তম সভা করেছে। কমিটির কার্যক্রমের অংশ হিসেবে অর্থাৎ বাস রুট রেশনালাইজেশনের কার্যক্রম হিসেবে আগামীকাল থেকে কেরানীগঞ্জের ঘাটারচর টু কাঁচপুর পর্যন্ত প্রায় ২১ কিলোমিটারের এ রুটে সবুজ রঙের বাস নিয়ে চালু হচ্ছে ঢাকা নগর পরিবহন।