আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে বৈঠকে বসেছে রা🧔জধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বো𝓰র্ড। অধ্যাপকদের ১০ সদস্যকে নিয়ে এই বোর্ড গঠিত হয়েছে।
বুধবার (১৫ ডিসেম্বর) সকাল🍰 ১০টার দিকে বিএসএ✤মএমইউর ৪১১ নম্বর ভিআইপি কেবিনে এই বৈঠক শুরু হয়।
এছা༒ড়া ওবায়দুল কাদেরের চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে নেতৃত্বে দিচ্ছেন&🦹nbsp;বিএসএমএমইউ উপাচার্য ডা. শারফুদ্দিন আহমেদ।
মেডিকেল বোর্ডে🍸র অন্যরা হলেন প্রো-ভিসি এ কে এম মোশাররফ হোসেন, আবু নাছের রিজভী, অধ্যাপক ফজলুর রহমান, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক ফরিদ আহমেদ, অধ্যাপক নজরুল ইসলাম, অধ্যাপক আরাফাত ও জাহিদ হোসেন।
অসুস্থ ওবায়দুল কাদেরকে দেখতে সকাল ৯টা ৫০ মিনিট𓆉ে হাসপাতালে এসেছেন তার ভাই আব্দুল কাদের মির্জা, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পা൲দক মির্জা আজম, এস এম কামাল প্রমুখ।
এর আগে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বুকে ব্যথা নিয়ে ব💜িএসএমএমইউতে ভর্তি হন ওবায়দুল কাদের। তিনি হৃদরোগ বিভাগের অধ্যাপক ফজলুর রহমানের অধীনে ৩১২ নম্বর কেবিনে আছেন।
তখন বিএসএমএমইউর 🐼হৃদরোগ বিভাগের ডা. মোস্♐তফা জামান বলেছিলেন, “ওবায়দুল কাদের আগে থেকেই হৃদরোগজনিত সমস্যায় ভুগছেন। বর্তমানে ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট ও কাশি হচ্ছে। এছাড়া তার কিডনি সমস্যাও (একিউট কিডনি ইনজুরি) আছে।”