ওবায়দুল কাদেরকে হাসপাতালে থাকার পরামর্শ 

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০৪:৪০ পিএম
ফাইল ছবি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত🍒্রী ওবায়দুল কাদেরের মেডিকেল বোর্ড তাকে হাসপাতালে ভর্তি থাকার পরামর্শ দিয়েছে। পাশাপাশি তার চিকিৎসায় ১০ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন🍒 করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে বঙ্গবন🌼্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমই👍উ) উপাচার্য ডা. মো. শারফুদ্দিন আহমেদ এ তথ্য জানান। 

ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, “ওনার (ওবায়দুল কাদের) নিয়মিত চিকিৎসার জন্য বিএসএমএমইউতে এসেছিলেন। পূর্বের সমস্যার পাশাপাশি তার অ্যাজমা আছে। এজন্য মেডিকেল বোর্ড তাকে দেখে হাসপাতালে ভর্🉐তি থাকার পরামর্শ দিয়েছে।” 

শারফুদ🐽্দিন বলেন, &ldq🍌uo;আগামীকাল সকাল ১০টায় তাকে আবার দেখা হবে। তারপর পরবর্তী আপডেট জানানো হবে।”

এর আগে সকালে ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে𒆙 বিএসএমএমইউতে ভর্তি হন। করোনার বুস্টার ডোজ নেওয়ার পর ওবায়দুল কাদেরের শরীরে সামান্য জ্বর আসে বলে জানা গেছে।