সারা দেশে ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের তফসিল ঘোষণা আগামী ১৯ ডিসেম্বর হতে পারে ব💮লে জানিয়েছেন 😼নির্বাচন কমিশন (ইসি) সংশ্লিষ্টরা।
ইসি সংশ্লিষ্টরা জানান, ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠান থাকায় চলতি সপ্তাহে কমিশন সভা হবে না। তাই আগামী সপ্তᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚাহের রোববার (১৯ ডিসেম্বর) কমিশন সভা অ🦄নুষ্ঠিত হবে।
কর্মকর্তারা জানান, এ পর্যন্ত পাঁচ ধাপে ইউপি ভোটের তফসিল দিয়েছে ইসি। ষষ্ঠ ধাপে নির্বাচন উপযোগী বাকি🦋 সবগুলো ইউপির ভোটের তফসিল দেবে নির্বাচন আয়োজনকারী সংস্থাটি।
দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপি’র মধ্যে এরইমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভো🌱ট সম্পন্ন হয়েছে।&nbs෴p;
চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ৭০৭টি ইউপিতে ভোট নেবে ইসি। বাকি কিছু ইউপিতে মামলাসহ বিভিন্ন কারণে এখনি নেওয়া বা তফসিল দেওয়া সম্ভব হচ্ছে না। তাই মামলা বা অন্যান্য সমস্যা নেই এমন সাড়ে তিনশ ইউপি ও দুটি পৌরসভার তফসিল ঘোষণা হতে পারে আগামী সপ্তাহে।