শাহবাগে চাকরিপ্রার্থীদের অবস্থান কর্মসূচি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২১, ০৪:৩৩ পিএম

চাকরিপ💜্রার্থীরা ৪ দফা দাবি বাস্তবায়নে রাজধানীর শাহবাগে জাতীয় জ𓃲াদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন।

বুধবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর থেকে তারা সেখানে অবস্♔থান নেন। 

জানা যায়, চাকরিতে আবেদনের বয়স বাড়ানোসহ ৪ দাবিতে সর্বদলীয় ছাত্র ঐক্য পরিষদের ব্যানারে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছে🗹ন চাকরিপ্রার্থীরা। তারা একটি মিছিল নিয়ে রাজু ভাস্কর্যে যেতে চাইলে পুলিশ তাদের আটকে দেয়। পরে তারা জাꦑদুঘরের সামনে অবস্থান নেন।

দাবিগুলো হল-

১. সব চাকরিতে আবেদনের ব๊য়সসীমা স্থায়ীভাবে বাড়াতে হবে।

২. নিয়োগ দুর্নীতি ও জালিয়াতি বন্ধ করতে হবে, নিয়োগ পরীক্ষার🔯 (প্রিলি ও রিটেন) প্রাপ্ত নম্বরসহ ফলাফল প্রকাশ করতে হবে।

৩. চাকরিতে আবেদনের ফি সর্বোচ্চ ১০০ টাকা করতে হবে।

৪. একই সময়ে একাধিক নিয়োগ পরীক্ষা বন্ধ করে সমন্বিত নিয়োগ পরী꧋ক্ষার ব্যবস্থা করতে হবে।