রাজধানীর খিলগাঁওয়ে পুলিশ ফাঁড়ির সামনে ১০তলা ভবনের তৃতীয় তলা থেকে প🍌ড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের নাম মাহবুবুর রহমান (২০)।
বুধবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আহ🧜ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে🐠 নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী আরিফ জানান, খিলগাঁওয়ে꧂র ১০ তলা ভবনের তৃতীয় তলায় আমরা একসঙ্গে কাজ করছিলাম। এ সময় মাহবুবুর রহমান কড়াই ভর্তি মিক্সার নিয়ে উপরে উঠার সময় হঠাৎ নিচে পড়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আ🔯রিফ আরো জানান, আমরা ওই ভবনেই থাকতাম। নিহতের বাড়ি শেরপুর জেলার সদর থান𓆉া এলাকায়। তার পিতার নাম সুরুজ আলী।
এ বিষয়টি নিশ্ဣচিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি ঢামেক 🌃হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”
এছাড়া বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হ𒊎য়েছে বলেও জানান তিনি।