ব্যক্তিশ্রেণির আয়কর বিবরণী বা রিটার্ন জমার সময় ৩১ ড🍬িসেম্ব🦹র পর্যন্ত বাড়ানো হয়েছে।
মঙ্গলবার (৩০ ন🅰ভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) সৈয়দ এ মুমেন।
♛করোনাভাইরাসের পরিস্থিতি বিবেচনা করে গতবারে💫র মতো এবারও সময় বাড়িয়েছে এনবিআর।
এনবিআরের জনসংযোগ বিভাগের পরি🎀চালক সৈয়দ এ মুমেন বলেন, “সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আয়কর রিটার্ন জমার সময় এক মাস বাড়ানো হয়ে💞ছে। এখন ডিসেম্বর জুড়ে করদাতারা তাদের রিটার্ন জমা দিতে পারবেন।”
এনবিআর থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ধারা ১৮৪জি - তে প্রদত্ত ক্ষমতাবলে জাতীয় রাজস্ব বোর্ড, মহামারি করোনা পরিস্থিতিতে সৃষ্ট অসুবিধার কথা বিবেচনায় নিয়ে ব্যক্তিশ্রেণির করদাতার ২০২১-২২ কর বছরের রিটার্ন দাখিলের সময় সীমা ৩০ নভেম্বর ২০২১ হতে ৩১ ডিসেম꧟্বর ২০২১ পর্যন্ত বাড়ানো হলো।
জানা গেছে, করোনার কারণে বহু করদাতার আয় কমেছে। ফলে নির্ধারি⛎ত সময় শেষের দিকেও তারা রিটার্ন দিতে আগ্রহ দেখায়নি। তাদের জন্য এই সুযোগ দেওয়া হয়েছে।
করোনার মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা থা🌞কলেও কয়েক দিন ধরেই রাজধানীর বিভিন্ন কর কার্যালয়ে করদ🐠াতাদের প্রায় উপচে পড়া ভিড় দেখা যায়।
এনবিআর জানায়, বর্তমানে ৬৭ লাখ কর𓆉 শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছেন। প্রতিবছর গড়ে ২৫ লাখ করদাতা রিটার্ন জমা দেন।