রাজধানীর ধানমন্ডির সুপার-শপ মীনা বাজারের স্টোরের চারতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে💛 আগুন নܫিয়ন্ত্রণে আনে।
সোমবার (২২ নভেম্বর) দুপুর ১টার দিকে ভবনটির দ্বিতীয় তলায় আগ⛎ুনের ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম বলেন, “ধানমন্ডি মীনা বাজার স্টোরের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগার ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ারܫ সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।”
তবে প্রাথম𒊎িকভাবে আগুনে কোনো হতাহতের খবর জানাতে পারেননি তিনি।