এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মহিউদ্দিন গ্রেপ্তার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৭:৩২ পিএম

ঢাকা–১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের বৃহত্তম সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিস✃িআই) সাবেক সভাপতি।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে রাজধানীর উত্তরার ১৩ নম্বর রোডের ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার 🦄করে উত্তরা🍷 পশ্চিম থানা।

গ্রেপ্তারജের বিষয়টি নিশ্চিত করেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহ🌠মান।

ওসি বলে💜ন, ঢাকা–১০ আসনের সাবেক সংসদ সদস্য শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে উত্তরায় নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় ✨মামলা রয়েছে।

শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালে ঢাকা–১০ আসনে উপনির্বাচনে আওয়ামী লীগের টিকিটে এমপি নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থী ব্যবসায়ী নেতা হিসেবে পরিচিত। তিনি এফবিসিসিআই ও বিꩲজিএমইএর সাবেক সভাপতি।