খাগড়াছড়ি, রাজবাড়ী ও নারায়ণগঞ্জে নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়ে🍬ছে সরকারꦕ।
বৃহস্পতিবার (৯ জানুয়ারিꩵ) এ সংক্রান্💫ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, অর্থ বিভাগের উপ-সচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকারকে খাগড়াছড়িতে, রাজবাড়ীর ডিসি মোহাম্মদ জাহিদুল ইসꦚলাম মিঞাকে নারায়ণগঞ্জে এবং বাণিজ্য মন্ত্রণাܫলয়ের উপ-সচিব সুলতানা আক্তারকে রাজবাড়ীতে ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
[108672]
জনস্বার্থে জারি হ🃏ওয়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ ক♑রা হয়েছে।