শেখ হাসিনাকে ফেরাতে চিঠির জবাব এখনো পাইনি: পররাষ্ট্র উপদেষ্টা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৫, ০৫:৪১ পিএম

শেখ হাসিনাকে ফেরত আনতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবা🌌ব এখনও পাইনি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেꦿষ্টা এম তৌহিদ হোসেন।  

বুধবা💦র (৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ তথ্য জানান।

শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব পেয়েছেন কি না, এমন প্রশ্নের জবাবে প𓆉ররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাক🦹ে ফেরাতে ভারতের কাছে যে চিঠি দেওয়া হয়েছিল, তার জবাব এখনও পাইনি।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিꦛনার ভিসার মেಌয়াদ বাড়িয়েছে নয়াদিল্লি- এ বিষয়ে তিনি বলেন, আমিও এটা পত্রিকার মাধ্যমে জেনেছি। আমাদের কী করার আছে?

উল্লেখ্য, গত বꦫছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে যান দলটির সভাপতি ও সাবেক প্রধান𒅌মন্ত্রী শেখ হাসিনা।

গত ২৩ ডিসেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে🌺 শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতের কাছে চিঠি দেয় বাং🀅লাদেশ।