বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা পালিয়ে গেছেন, এই কষ্টে আপনারা𝔉 অসংখ্য মিডিয়ায় প্রতিদিন বাংলাদেশবিরোধী বক্তব্য রাখছেন। আপনাদের এত প্রেম কেন শেখ হাসিনার জন্য? বিগত ১৬ বছর একমাত্র দিল্লি ছাড়া শেখ হাসিনাকে দুনিয়ার কোনো দেশ সমর্থন করেনি। এ কারণেই আজকে তাদের মনে খুব ব্যথা।”
বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর শান্তিনগর এলাকায় কর্ণফুলী গার্ডেন সিটির সামনে ভারতীয় পণ্য বর্জনের ডাকে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এমন ম🅺ন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, “বিশ্ববাসী জানে বাংলাদেশের দামাল ཧছেলেরা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছে। ৩০ লাখ মানুষ জীবন দিল। ওই জী🐲বনের কি কোনো মূল্য নেই মোদী বাবু? আপনি বলছেন এটি আপনাদের বিজয় দিবস! এটি ভারতের বিজয় দিবস!”
তিনি বলেন, “যুদ্ধ করেছে বা💎ংলাদেশের দামাল ছেলেরা। লুঙ্গি কষে বেঁধে, নদী-নালা-খাল-বিল-জঙ্গল থেকে পাকিস্তানের হানাদার বাহিনীকে প্রতিরোধ করেছে। আপনারা (ভারত) বন্ধুর ভূমিকা পালন করেছেন। তাহলে এটি বাংলাদেশের বিজয় দিবস না হয়ে🔜 ভারতের বিজয় দিবস হয় কী করে? তার মানে তারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায়।”
বিএনপির এই মুখপাত্র বলেন, “আমাদের যে ৩০ লাখ মানুষ অকাতরে জীবন দিল, সেটিকে তারা তুচ্ছ তাচ্ছিল্য করতে চায়? আমেরিকা যখন যুদ্ধ করছিল ব্রিটিশদের বিরুদ্ধে, তখন ফ্রান্স আমেরিকাকে সাহায্য করেছিল। কই ফ্রান্স তো বলে না তাদের ꦰস্বাধীনতা দিবস। আমেরিকানরা তাদের স্বাধীনতা দিবস পালন করে।”
দিল্লির নীতি-নির্ধারকদের উদ্দেশে রিজভী বলেন, “যুদ্ধ করে আমরা স্বাধীন দেশ পেয়েছি। তারা (ভারত) মনে করে চিরদিন আমরা তাদের গোলাম হয়ে থাকব, অনুগত হয়ে থাকব। আমি 🏅দিল্লির নীতি-নির্ধারকদের উদ্দেশে বলতে চাই, আপনারা যদি বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে বিশ্বাস করেন তাহলে ভারত থেকে বাংলাদেশের বিরুদ্ধে এত অপপ্রচার কেন?”
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফৎ আলী সপু, স্বাস্থ্যবিষয়ক 💧সম্পাদক রফিকুল ইসলাম, ছাত্রদল নেতা তৌহিদ আওয়াল প্রমুখ।