অবরোধ প্রত্যাহার শ্রমিকদের, ট্রেন চলাচল শুরু

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৪, ০১:২৯ পিএম
বকেয়া বেতনের দাবিতে রেলপথ অবরোধ করেন অস্থায়ী শ্রমিকেরা।

বকেয়⛄া বেতন নিয়ে কর্তৃপক্ষ♕ের আশ্বাসে রেলপথ অবরোধ প্রত্যাহার করেছেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা (টিএলআর)। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

এর আগে সকাল ১০টার দিকে বকেয়া বেতন ও চাক‌রি স্থায়ীকর‌ণের দা‌বি‌তে রাজধানীর কাওরান বাজা‌রে রেলপথ অব‌রোধ ক‌🍬রেন অস্থায়ী শ্রমিকরা। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন গণমাধ্যমকে বলেন, “এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ⛄ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেত🐭ন হয়ে যাবে।”

আন্দোলনকারীরা জানান, যদি বৃহস্পতিবারের মধ্যে বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রোববার সকাಞলে আব🌞ারো এই আন্দোলন করা হবে।

[106981]

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন,“যেখানജ থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।”