বেতন পরিশোধের দাবিতে রাজধไানীর কারওয়ান বাজার রেলক্রসিং অবরোধ করেছেন রেলের অস্থায়ী শ্রমিকরা। এতে করে ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে 💎গেছে।
মঙ্গল🐬বার (১৭ ডিসেম্বর) সকালে এফডিসি রেলক্রসিং অবরোধღ করেন অস্থায়ী শ্রমিকরা।
ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আ🐬নোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, বেলা পৌনে ১১টা থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল লাইনে প্রতিবন্ধকতা সৃষ্টির কারণে এমন হয়েছে।
রেলওয়ে ঢাকা বিভাগীয় কার্যালয়ের কমান্ড্যান্ট মো. শ🥀ফিকুল ইসলাম বলেন, “আমরা সকাল সাড়ে ১০টার দিকে খবর পেয়েছি রেলের অস্থায়ী কর্মচারীরা বিক্ষোভ শুরু করেছেন। তাদের ৫ মাসের বেতন বকেয়া বাকি রয়েছে বলে অ💎ভিযোগ করেছেন। তাদের বেতনভাতা অতি শিগগির পরিশোধ করা হবে বলে রেলওয়ের মহাপরিচালক স্যার (মো. আফজাল হোসেন) জানিয়েছেন।”
জানা গেছে, বকেয়া বেতনের দাবিতে স্মারকলিপিসহ বারবার কর্তৃপক্ষের কাছে গিয়েও কোনো সমাধান না পাননি রেলওয়ে অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা ৷ পরে ১৭ ডিসেম্বর সকাল থেকে কর্ম বিরতির সিদ্ধান্ত নেন তারা ৷