ভোজ্যতেলের দাম সহনীয় রাখতে নতুন সিদ্ধান্ত নিল সরকার

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৯:৫২ পিএম
সয়াবিন তেল। ফাইল ফটো

দীর্ঘদিন ধরেই ভোজ্যতেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। কিছুদিন বাজারে বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়নি। এমন পরিস্থিতিতে ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় সরকার। এরপর থেকে বাজারে তেলের উপস্থিতি লক্ষ করা যায়। এবার আসন্ন রমজানে বাজারে সরবরাহ স্বাভাবিক ও মূল্য সহনীয় রাখার লক্ষ্যে ভোজ্যতেলে♛র ওপর শুল্ক ও ভ্যাট অব্যাহতি প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

সোমবার (১৬ ডিসেম্বর) এনব⛄িআরের এক প্রজ্ঞাপনে ♒এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, পরিশোধিত ও অপরিশোধি𝓡ত সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়াবিন ও পাম ওয়েল আমদানিতে বিদ্যমান সব আমদানি ♐শুল্ক, রেগুলেটরি ডিউটি এবং অগ্রিম আয়কর আগামী ৩১ মার্চ পর্যন্ত সম্পূর্ণ অব্যাহতি দিয়ে জাতীয় রাজস্ব বোর্ড পৃথক ৩টি প্রজ্ঞাপন জারি করেছে।

এসব প্রজ্ঞাপনে সানফ্লাওয়ার, ক্যানোলা, সয়া༺বিন ও পাম ওয়েল বিক্রয়ের ওপর স্থানীয় পর্যায়ে প্রদেয় মূল্য সংযোজন কর উল্লিখিত সময়কাল পর্যন্ত সম্পূর্ণ☂ অব্যাহতি দেওয়া হয়েছে।

[106963]

এ ছাড়া এসব পণ্যের আমদানি পর্যায়ে প্রদেয় মূসক ১৫ শতাংশ হতে হ্রাস করে ৫ শতাংশ করা হয়েছে। ফলে এসব পণ্যের ওপর আমদানি পর্যায়ে ৫ শতাংশ মূসক ব্যতীত অন্য কোনো শুল্ক-করা🅘দি অবশিষ্ট থাকবে না।