নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ চায় বিএনপি

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৪, ০৪:২৭ পিএম
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপির নেতারা। ছবি : সংগৃহীত

জাতীয় নির্বাচনের নির্দিষ্ট রোডম্যাপ দেখতে চায় বিএনপি। জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে বক্তব্যের প্রতিক্রিয়ায় এ তথ্য জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটি♍র সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছ𝐆েন, “সরকার দ্রুত সময়ের মধ্যে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবে।”

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির 🧜প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, “ফ্যাসিস্ট হাসিনার পতনের পর জনগণের চাওয়া একটি সুষ্ঠু নির্বাচন এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা। তাই অতিদ্রুত🦹 সংস্কারের কাজ সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণকে একটি গণতান্ত্রিক সরকার উপহার দিতে হবে।”

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থান–পরবর্তী প্রথম মহান বিজয় দিবস উপলক্ষে সোমবার জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ𒐪্টা ড. মুহাম্মদ ইউনূস।

[106921]

ভাষণে নির্বাচন প্রসঙ্গে ๊ড. মুহাম্মদ ইউনূস বলেন, “মোটা দাগে বলা যায়, ২০২৫ সালের শেষ দিক থেকে ২০২৬ সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।”