‘আগামী বছর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে’, পরিকল্🍌পনা ও শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের দেওয়া বক্তব্যকে ব্যক্তিগত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর।
𓂃রোববার (৮ ডিসেম্বর) ফরেন স⛄ার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
অপূর্ব জাহাঙ্গীর বলেন, “শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ নির্বাচন নিয়ে একটি ব্যক্তিগত মতামত দিয়েছেন। তিনি বলেছেন, আগামী বছর ꧒নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। তবে এটি তার ব্যক্তিগত মতামত।”
প্রধান⛦ উপদেষ্টার উপপ্রেস সচিব বলেন, “প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন꧙ বিষয়ক কোনো ঘোষণা আসেনি। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে নির্বাচন বিষয়ে ঘোষণা আসবে।”
[106253]
কবে ঘোষণা আসতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জ🦩বাবে অপূর্ব জাহাঙ্গীর বলেন, “যখন ঘোষ𒀰ণা আসবে, তখন সবার আগে আপনারা জানতে পারবেন।”