প্রধান𓂃 উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, “মনে করছি না, বাজারে সয়াবিন তেলের সংকট আছে। রোজায় যাতে সꦰমস্যা না হয়, সেজন্য আমদানীকারকদের সঙ্গে বৈঠক হয়েছে। এলসি ইজি করা হয়েছে।”
রোববার (৮ ডিসেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এ🐎ক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে শফিকুল আলম🎐 বলেন, “শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায় অন্তর্বর্তী সরকার। গুম ও খুনের বিচার হতে হবে।”
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দিতে ভারতের কাছে নিয়ম অনুযায়ী ꧑আবেদন করা হবে বলেও জানান প্রধান উপদেষ্টার প্রেস সচি♚ব।
এদিকে বেশ কিছুদিন ধরে রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ কম। দু-একটি দোকানে মিলল🍌েও বাড়তি দামে কেনার অভিযোগ করেছেন ভোক্তারা।
[106289]
বিক্রেতাদের দাবি, ভোজ্যতেল পরিশোধনকারী কোম্পানিগুলো বোতলজাতꦇ সয়াবিন তেল বাজারে কম ছাড়ছে। এতে চরম সং⛄কট দেখা দিয়েছে।