এনআইডিতে ভুল থাকলে জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ০২:২৮ পিএম
এনআইডি। ছবি : সংগৃহীত

আগামী ২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা༒ প্রকাশ করা হবে এবং যাদের এনআ🌠ইডিতে ভুল আছে তাদের জরুরি ভিত্তিতে সংশোধনের অনুরোধ করেছে নির্বাচন কমিশন।

♛রোববার (৮ ডিসেম্বর) ইসির জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানানো হয়।

এ বিষয়ে ইসির জনসংযোগের পরিচালক মো. শরিফুল আলম বলেন, “২ জানুয়ারি ভোটার তালিকা প্রকাশ করা꧋ হবে। যাদের এনআইডিতে ভুল আছে তাদের জরুরিভিত্তিতে এ সময়ের আগেই সংশ্লিষ্ট উপজেলা/🍸থানা নির্বাচন অফিসে গিয়ে ভুল সংশোধন করার জন্য অনুরোধ করা যাচ্ছে।”

[106249]

এদিকে নিজ উদ্যোগে ভোটার হন, সময়মতো ভোট দিন, নিজের পছন্দের প্💜রার্থীকে ভোট দিন, সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করুন সংবলিত ফেস্টুন প্রকাশ ♍করছে ইসি।