অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে শ্রম আইনের প♛াঁচ মামলার কার্যক্রম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
রোবব𝔉ার (৮ ডিসেম্বর) হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিভ টু আপিল খারিজ করে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন তিন বিচারপত꧅ির আপিল বিভাগ এ আদেশ দেন।
এ আদেশের ফলে শ্রম আই🌟নের পাঁচ🎐 মামলার কার্যক্রgfম বাতিল করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রয়েছেঠবলে জানান ড. ইউনূসের পক্ষের আইনজীবী।
আদ♋ালতে ড. ইউনূসের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মুস্তাফিজুর রহমান খান। আর 🅰রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিক আর হক।
শ্রম আদালতে ড. ইউনূসের বিরুদ্ধে হওয়া পাঁচটি মামলার কার্যক্রম গত ২৪ অক্টোবর বাতিল করেন হাইকোর্ট। বিচারপতি এ কে এম আছাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এই মামলাগুলো ঢাকার☂ তৃতীয় শ্রম আদালতে বিচারাধীন ছিল।
আদালত তার আদেশে🧔 লেখেন, এই মামলাগুলো করে আদালতের সময় নষ্ট করেছেন বাদী। শুধু তাই নয়, এ সব মামলাই করা হয়েছে যথাযথ আইনী প্রক্রিয়া অনুসরন না করে। আর সে কারণেই এই পাঁচটি মামলা বাতিল 𓄧করা হলো।