অন্তর্বর্তীকালীন সরকারের অবিলম্বে একটি মধ্যমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করে ভবিষ্যৎ কৌশল নির্ধারণ করা উচিত বলে মন্তব্য করেছেন অর্থনীতি বিষয়ক শ্বেতপত্র প্রণয়ꦉন কমিটির💮 সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য।
সোমবার (২ ড♌িসেম্বর) শ্বেতপত্র প্রকাশ নিয়ে পরিকল্পনা কমিশনে এক সংဣবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
এই অ🍃র্থনীতিবিদ বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার স্বল্পমেয়াদী প্রকৃতির। তবে বিনিয়োগ, শিক্ষা এবং সামাজিক সুরক্ষার মতো মূল খাতগুলোর রূপরেখার একটি কৌশলগত পরিকল্পনা থাকা উচিত। এই কৌশলগুলো অবশ্যই সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে।”
ড. দেবপ্রিয় ভট্টাচার্🌱য বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারকে অন্তত দুই বছরের জন্য একটি পরিকল্পনা প্রস্তুত করা উচিত। তবে এর সময়কাল পরিবর্তিত পরিস্থিতির ভিত্তিতে সামঞ্জস্য করা 🦩যেতে পারে।”