গুলশানে আগোরা সুপারশপকে জরিমানা

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২১, ০৬:০৩ পিএম

মোড়কজ𒆙াতকরণ নিবন্ধন সনদ না নিয়ে শুঁটকি বিক্রির অপরাধে রাজধানীতে আগোরা সুপারশপকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

রোবরার (১৪ নভেম্বর) রা♊জধানীর গুলশান এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা 🌳হয়।

বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে 🍸আগোরা পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত চট্টলা ড্রাই ফিস সেন্টারের ফাইস্যা শুঁটকি, লইট্যা শুঁটকি এবং মাশুক এন্টারপ্রাইজের চিংড়ি পণ্য বিক্রয়ের উদ্দ🎃েশ্যে প্রদর্শন, পরিবেশন ও বিক্রয় করায় ৫০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

এ সময় ভ্রাম্যমাণ আদালত ♌অভিযানে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে পরিদর্শক মো. নাজমুস সায়াদত অংশগ্রহণ করেন।