রাজধানীতে ‘সিটিং সার্ভিসের&r🍒squo; নামে অন♔িয়ম বন্ধে অভিযান পরিচালিত হচ্ছে।
রোববার (১৪ নভেম্বর) সকাল থেকে বাংলাদেশ সড়ক পরিববহন কর্তৃপক্ষের (বিআরটౠিএ) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে সহায়তা করছে পরিবহন মালিক-শ্রಌমিক সংগঠনও।
বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম বলেন, “সিটিং সার্ভিস বা গেটলকের নামে কেউ অতিরিক্ত ভাড়া 🔥নিতে পারবে না। এক টাকা বেশি ভাড়া নিলেও আ🦩মরা ধরছি। সড়কে শৃঙ্খলা ফেরাতে তাদের আটটি এবং জেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত ঢাকার বিভিন্ন স্থানে কাজ করছে।”