রাজধানীর যাত্রাবাড়ীতে সিলিন্ডার বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের শেখ হাসিনা জ꧂াতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শনিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপথ মোড়ে আওয🐠়াল আমিরুল মোটর প🦋ার্টস মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশ🅷ন অফিসার জহিরুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল তিনটি ইউনিট পাঠানো হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে জহিরুল ইসলাম আরো জানান, ওই মার্কেটের নিচতলায় একটি সিলিন্ডারের দোকান আছে। যেখানে সিলিন্ডারগুলো রং করা হয়। সেখানেই এ🎀কটি বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ সময় আগুনের ফুল্কিতে দোকানের কর্মীরা দগ্ধ হয়েছেন। তবে কতজন দগ্ধ হয়েছেন এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে খ🌼ালি সিলিন্ডারের ভিতরে কিছু অংশ জমে থাকা গ্যাস থ💦েকে এ বিস্ফোরণের ঘটনা ঘটতে পারে বলেও জানান তিনি।
এদিকে ♉শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট থেকে একটি সূত্র জানান, জনপদ মোড়ের ঘটনায় ছয়জন দগ্ধকে চিকিৎসা দেওয়🌺া হচ্ছে।