গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলতে এখনো কিছু পাননি বলে মন্তব্য করেছেন গণতান্ত্রিক অধিকার ফ্রন্টের সদস্য অধ্যাপক আনু মুহাম্মদ। আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিন💙ি বলেছেন, “শুধু মাত্র বল প্রয়োগ করে ফ্যাসিবাদ ঠিকে 🔯থাকতে পারে না। সরকারের সমালোচনা করলেই বলা হতো হাসিনার বিকল্প কে? অর্থাৎ হাসিনার বিকল্প নেই, তাই সমালোচনা করা যাবে না।”
মঙ্গলবার (২৯ অক্টোবর) 🌺জবি শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত একমাত্র ত্রৈমাসিক পত্রিকা ‘চিন্তক’র উদ্যোগে ফ্যাসিবাদ নিয়ে বোঝাপড়া ব্যানারে অনুষ্ঠিত সেমিনারে তিনি 🐟এসব কথা বলেন।
আনু মুহাম্মদ বলেন, “ফ্যাসিবাদ নিয়ে কথা বললে সারা বিশ্বে যার কথা প্রথম মনে আসে, সে হলো হিটলার। এখন বাংলাদে🗹শে হিটলারকে পছন্দ ক🐼রে এরকম লোকও আছে।”
গণতান্ত্রিক অধিকার ফ্রন্টের সদস্য আরও বলেন, “বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবের মতো এত বড় নেতা আর নেই। আমার ধারণা, আর হবেও না। এমনকি বিশ্বব্যাপিও না। এখন শেখ মুজিব তার জনপ্রিয়তার বিপরীত কাজ করেছেন। স্বজনপ্রীতি, অন্যায় দুর্নীতি একনায়কতন্ত্র, বাকশাল, জরুরি অবস্থা জারি, এসব করে তার পতন হয়। এরপর জিয়া এরশাদ কেউই আসলে আমাদের গণতন্ত্র দেননি। আমি মনে করি, আমরা যে বিশ্বে বাস করছি, সেটা 🌠একট൩া বিশ্ব ফ্যাসিবাদী ব্যবস্থা।”
সেমি🌃নারে ড. জয়দীপ ভট্টাচার্য বলেন, “ফ্যাসিবাদটা আসলে কোনো দল আনে না, এটা বাংলাদেশের একটা ব্যবস্থা। এটা এমন নয় যে, একটা দল চ🌃লে গেলেই ফ্যাসিবাদ চলে যাবে। আমাদের সংবিধানটাই এভাবে লেখা। আমাদের সংবিধানটাই ফ্যাসিবাদ কায়েম করতে সাহায্য করে।”
[102756]
জয়দীপ ভট্টাচার্য আরও বলেন, “ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো সচল রেখে যাকেই বসানো হোক না কেন, ফ্যাসিবাদ ঠেকানো সম্ভব নয়। আমাদ𒐪ের সিস্টেমটাকেই পরিবর্তন করতে হবে। যেটা যে কেউ, যেকোনোভাবে দেখতে পারে। শেষ পর্যন্ত আমাদের হাতে একটাই উপায় আছে আন্দোলন।”
এসময় শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন বাম রাজনীতির নেতাকর্মীরা উপস্থিত 💎ছিলেন।