জাপার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনের পদত্যাগ

সংবাদ প্রকাশ প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১০, ২০২১, ০৮:৫২ এএম

জাতীয় পার্টির (♑জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের স্বঘোষিত জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়ার ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মামুনুর রশীদ পদত্যাগ করেছেন।

মঙ্গলবার (৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় চেয়ারম্যান কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ✅্য নিশ্চিত করেছে। জাতীয় পার্টির প্যাডে কাজী মামুন স্বাক্ষরিত ও লিখিত অব্যাহতির কথা বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,𓆏 কাজী মামুন ব্যক্তিগত ও ব্যবসায়িক কারণে জাতীয় পার্টির পুনর্গঠন প্রক্রিয়া থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।

এছ🐼াড়া পুনর্গঠন প্রক্রিয়ার সাফল্য কামনা করেছেন জাতীয় পার্টির সাবেক এ প্রেসিডিয়াম সদস্য।

গত ১৪ জুলাই জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে এরিক এরশাদ ‘নতুন’ জাতীয় পার্টির কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে চেয়ারম্যান করা হয় এরশাদের স্ত্রী রওশন এরশাদকে, সিনিꦛয়র কো-চেয়ারম্যান করা হয় এরশাদের সাবেক স্ত্রী ও এরিকের মা বিদিশা এরশাদকে। দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয় এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশিদকে।

▨এরপর গত ৪ নভেম্বর বিদিশা সিদ্দিক 🌺নিজেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেন। এতে মনঃক্ষুণ্ন হয়ে বিদিশার জাতীয় পার্টি থেকে নিজেকে সরিয়ে নিতেই কাজী মামুন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে দলীয় সূত্র জানায়।