স্কিপিং বা দড়ি লাফ আবহমান বাংলার অতি পরিচিত একটি খেলা। গ্রাম-বাংলার মেয়েরা সাধারণত দড়ি ব্যবহার করেই এই খেলা খেলে। কিন্তু নিজের চুল দিয়ে দড়ি লাফ খেলেছেন এমনটা কেউ দেখেননি। এই অসাধ্য কাজকে&🌃nbsp;সহজ করে দেখিয়েছেন আইভোরি কোস্টের রাজধানী আবিদজানে এক তরুণী। চুল দিয়ে দড়ি লাফ খেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন তিনি।
সেই তরুণীর নাম লায়েটিয়া। ২৫ বছরের এই তরুণী নিজের চুলের বেণী দিয়ে দড়ি লাফ খেলেছেন। এই কাজের জন্য় ‘গিনেস বুক✃ অব ওয়ার্ল্ড রেকর্ডস ২০২২’ এর তালিকায় তিনি মনোনয়নও পেয়ে♚ছেন।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তার দড়ি লাফের ভিডিও ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, তরুণী তার চু🎃লের বেণী দিয়ে দ্রুত সময়ে সর্বোচ্চ সংখ্যক দড়ি লাফ খেলে অতীতের সব রেকর্ড ভেঙেছেন।
অনেকেই ভেবেছেন, তরুণী হয়তো নিজের চুল দিয়েই বেণী বানিয়𒈔েছেন। আসলে🅘 নিজের চুলের সঙ্গে লম্বা পরচুলা বেণী ভালো করে লাগিয়ে নিয়েছিলেন তিনি। আর তা দিয়েই দড়ি লাফ খেলেছেন লায়েটিয়া।
আইভোরি কোস্টের বাসিন্দা লায়েটিয়ার জনꦬ্ম💞 ১৯৯৬ সালে। তিনি ব্যবসায় প্রশাসনে স্নাতক ডিগ্রি অর্জন করেন। অল্প বয়সেই এই তরুণীর বিবাহবিচ্ছেদ ঘটে। কিন্তু নিজের প্রতিভা দিয়ে আজ প্রশংসা কুড়াচ্ছেন তিনি।
স্নাতক শেষ করার পর লায়েটিয়া ব🎉ুঝতে পারেন শিল্প ও নকশার প্রতি তার দুর্বলতা রয়েছে। এরপর তিনি ফ্যাশন ডিজাইনে ক্যারিয়ার গড়েন। ছোটবেলা থেকেই বিভিন্ন স্টাইলে চুল বাঁধতে ভালোবাসতেন। পরে এই ভালোলাগাই তার পেশা হয়। বর্তমানে তিনি জনপ্রিয় একজন হেয়ার স্টাইলিস্ট।
২০১৬ সালে চুলের শিল্প ও ভাস্কর্যের এই নতুন ফিউশনগুলো সবার সামনে তুলে ধরে খ্যাতি অর্জন করেন লায়েটিয়া। চুলের বাহারি নকশার মাধ্যমে লায়েটিয়া বিভিন্ন বিষয়বস্তুকে তুলে ধরেন। এ ধরনের বি♈স্ময়কর কাজ সম্প🐽ন্ন করতে ২০ মিনিট থেকে ৬ ঘণ্টা সময় লাগে তার। ইনস্টাগ্রামে এই তরুণীর অনুসরণকারীর সংখ্যা প্রায় ৪ লাখ এবং টিকটকে ২.২ মিলিয়ন।