যেকোনো পেশায় যেতে হলে নিজেকে এর যোগ্য করতে হয়। সা🧸ংবাদিকতাও ভিন্ন নয়। বরং এই পেশা🥀য় নিজেকে আরও বেশি প্রস্তুত করতে নিতে হয়। ভাবছেন সাংবাদিকতায় ক্যারিয়ার গড়বেন, সেভাবেই প্রস্তুতি নিন। জেনে নিন কীভাবে নিজেকে প্রস্তুত করা যায়। যোগ্য সাংবাদিক হয়ে উঠতে কী কী গুণ থাকতে হয়।
শিক্ষা
সাংবাদিকতা পেশায় আসতে হলে প্র🍸াতিষ্ঠানিক সাংবাদিকতা বা গণযোগাযোগ বিষয়ে ডিগ্রি থাকা ভালো। তবে গণযোগাযোগ বিষয়ে না পড়লে সাংবাদিক হওয়া যাবে না এমন কোনো কথা নেই। বাংলা, ইংরেজি সাহিত্য, অর্থনীতি, আন্তর্জাতিক সম্পর্ক ও অন্যান্য বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারীরাও এ পেশায় আসতে পারেন। তবে অবশ্যই প্রাতি🐲ষ্ঠানিক জ্ঞান থাকতে হবে।
বয়স
বয়সের বিষয়টি নির্ধারিত হয় প্রতিষ্ঠানসাপেক্ষে। প্রতিষ্ঠান যে 🌺বয়সসীমা নির্ধারণ করে নিয়োগ বিজ্ঞপ্তি দেবে সেই অনুযায়ী নিয়োগ প্রাপ্তি প🌟াবে।
অভিজ্ঞতা
সাংবাদিকতায় কোন লাইন ধরে কাজ করবেন তা ঠিক করুন। অনুসন্꧅ধানীমূলক রিপোর্টার হবেন নাকি অফিস ডেস্কে কাজ করবেন সেই অনুযায়ী কাজের অভিজ্ঞতার প্রয়োজন হয়।
ভাষাগত দক্ষতা
একজন সাংবাদিককে অবশ্যই 🃏ভাষাগত দক্ষতা থাকতে হবে। নিজেকে প্রস্তুত করার সময় বাংলা ও ইংরেজি – দুই ভাষাতে ভালো দক্ষ হয়ে নিন।
যোগাযোগের দক্ষতা
বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে যোগাযোগের অভ্যাস থাকা প্♛রয়োজন। যে কোনও পরিস্থিতিতে যেকোনো মানুষের সঙ্গে কথা বলা জানতে হবে। বিভিন্ন পর্যায়ে যোগাযোগ প্রসার করতে হবে। সূত্র ধরে সবস্তরে লোকদের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা করতে হবে।
বিশ্লেষণী ক্ষমতা
কিছু ক্ষেত্রে শুধু তথ্য-উপাত্তের উপর নির্ভর করা ঠিক না। সাংবাদিককে তার লেখায় বা সং𒈔বাদে যৌক্তিক চ💖িন্তার প্রকাশ ঘটানো প্রয়োজন।
উপস্থাপনার জ্ঞান
সাংবাদিককে অবশ্যই তার সংবাদটি উপস্থাপনের দক্ষতা থাকতে হবে। পাঠক বা দর্শক-শ্রোতার কাছে খবর উপস্থাপন করার জ্ঞান থাকতে হবে।
লেখালেখির দক্ষতা
সাংবাদিকতার একটি বড় শর্ত লেখালেখি। ল๊েখালেখির অভ্যাস থাকতে হবে। একজন সাংবাদিকের একটি লেখা অনেক তথ্যপূর্ণ হয়। যা পাঠকের কৌতূহল মে꧟টায়। তাই বিভিন্ন ধরনের লেখালেখিতে অভ্যস্ত থাকা জরুরি এ পেশায়।
অনুসন্ধানী মনোভাব
কোন কিছুর ব্যাপারে অনুসন্ধানী হতে হবে। তথ্য সংগ্রহের মানসিকতা থাকতে হবে। সঠিক বিষয়টি সাধারণদের জানানোর দায়িত্ব নেন সাংবাদিকরা। যা পালন করতে হবে।&nbs🐻p;