কেউ কোনো রান্না না জানলেও ডিম সেদ্ধ করতে পারেন। কারণ ꦺখুব সহজ তরিকায় ডিম সেদ্ধ করা যায়। চুলায় পাত্রে পানি চড়িয়ে তাতে ডিম দিয়ে ফুটিয়ে নিলেই সেদ্ধ হয়ে যা✨য়। খুব সহজ।
তবে এই সহজ কাজটি মাঝে মাঝে ভেজাল হয়ে যায়। যখন কেউ হালকা সেদ্ধ ডিম 𓆉খেতে ♕চান, কিন্তু বার বারই বেশি সেদ্ধ হয়ে যাচ্ছে। তখন কষ্টটাই বৃথা মনে হয়। আবার ডিম ভালো ভাবে সেদ্ধ না হলে খোসাও ছাড়ানো বেশ কষ্ট। অর্ধেকটা অংশ খোসার সঙ্গেই উঠে আসে।
নির্ভেজাল ডিম সেদ্ধ করা কিন্তু ততটা সহজও নয়। কিছ🦹ু কৌশল রয়েছে। ডিম সেদ্ধ হওয়ার নির্দিষ্ট সময় রয়েছে। সেই সঙ্গে ডিম কত মিনিটে কতটা সেদ্ধ হবে তারও একটি পরিমাপ রয়েছে।
ডিম ৪ মিনিট পানিতে ফুটালে আধা সেদ্ধ হবে। যা চামচ দিয়ে তুলে খেতে হবে। ৫ মিনিট সেদ্ধ করলে ফার্ম হোয়াইট ডিম সেদ্ধ হবে। এক্ষেত্রে হালকা ঘন হবে। ৬ মিনিট ডিম সেদ্ধ করলে ❀কুসুম শক্ত হবে না। ৮ মিনিট সেদ্ধ করলে কুসুম সামান্য নরম থাকবে। ১০♔ মিনিট সেদ্ধ করলে কিছুটা শক্ত হবে কুসুম। ১২ মিনিটে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে ডিম। তবে হার্ড বয়েল করতে ডিম পানিতে ১৪ মিনিট ফুটিয়ে নিন।
এছাড়াও ডিম সেদ্ধ করার কিছু উপকারী টিপস 🐓জানাব এই আয়োজনে_