৫ অক্টোবর, বিশ্ব শিক্ষক দিবস। আমাদে🦹র জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা শিক্ষকদের সম্মান ও শ্রদ্ধা জানাতে প্রতিবছর দিবসটি পালিত হয়। বুনিয়াদি শিক্ষা থেকে শুরু করে আমাদের পথ দেখানো পর্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখেন শিক্ষকরা। শিক্ষার ব🔜াতিঘর হিসেবে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তারা।
একটি ভালো সমাজ গঠনে সহা🐭য়ক হতে সাহায্য করেন শিক্ষকরা। আমাদের মধ্যে কিছু অতি প্রয়োজনীয় মূল্যবোধ ও বিশ্বাস প্রদান করেন। শিক্ষকদের কাঁধে যেসব মহান দায়িত্ব রয়েছে, তা আমাদের স্মরণ করিয়ে দিতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। দিবসটি শিক্ষকদের অধিকার ও মর্যাদার একটি অনুস্মারক হিসেবে কাজ করে।
১৯৯৪ সালে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ♍ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেসকো) ৫ অক্টোবর🅰কে বিশ্ব শিক্ষক দিবস হিসেবে ঘোষণা করে।
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের অবদান স্মরণ করে বিশ💯িষ্টজনরা বিভিন্ಌন উক্তি দিয়েছেন।
আলেকজান্ডার দ্য গ্রেট 💙বলেছেন, “আমি বেঁচে থাকার জন্য আমার ꧒বাবার কাছে ঋণী, কিন্তু ভালোভাবে বেঁচে থাকার জন্য ঋণী আমার শিক্ষকের কাছে।"
ব্র্যাড হেনরি বলেন, “একজন ভাল শিক্ষক আশা জাগাতে পারেন, কল্পনাশক🧔্তিকে উজ্জ্বল করতে পারেন এবং শেখার প্রত💛ি ভালোবাসা জাগিয়ে তুলতে পারেন।”
আলবার্ট আইনস্টাইন বলেন, “সৃজনশীল অভিব্যক্তি এবং জ্ঞানে আনন্দ জাগানো🅺 শিক্ষকের সর্বোচ্চ শཧিল্প।”
নোবেল পুরুস্কারপ্রাপ্ত মালালা ইউসুফজাই বলেন, “আসুন আমরা মনে রাখি: একটি বই, একটি কলম, একটি শিশু এবং একজন শিক্ষক বিশ্বকে বদলে দিতে পা🌊রে।”
মাইকেল মরপুরগো বলেন, “🎃শিক্ষকই পার্থক্য তৈরি করেন, শ্রেণিকক্ষ নয়।”
ম্যাগি গ্যালাঘার বলেন, “আশপাশের সমস্ত কঠিন কাজের মꦑধ্যে সবচেয়ে কঠিন কাজ হলো একজন ভꦑালো শিক্ষক হওয়া।”
এফ সা♕য়নিল জোসে বলেন, “শিক্ষকদের প্রভাꦚব শ্রেণিকক্ষের বাইরে, ভবিষ্যতেও বিস্তৃত।”
ইউজিন পি বা♔র্টিন বলেন, “শিক্ষণ হচ্ছে অন্যের উন্নয়নে নিজের প্রতি একটি সম্মান রেখে যাওয়া এ🦋বং নিশ্চয়ই ছাত্র একটি ব্যাংক, যেখানে আপনি আপনার সবচেয়ে মূল্যবান সম্পদ জমা করতে পারেন।”
চার্লস কুরাল্ট বলেন, “ভালো শিক্ষকরা জানেন কীভ🗹াবে শিক্ষার্থীদের মধ্যে সেরাটা বের করতে হয়।”
বিল গেটস বলেন, “প্রযুক্তি কেবল একটি হাতিয়ার। ꦜবাচ্চাদের একসাথে কাজ করার এবং তাদের অনুপ্রাণিত করার ক্ষেত্রে, শিক্ষক সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
ফিলিপ উইলি বলেন, “জীবনে একজন 🌜ভালো শিক্ষক কখনো&nꦐbsp;কখনো একজন অপরাধীকে কঠিন নাগরিকের মধ্যে পরিবর্তন করতে পারে।”