শিশুকে লালন-পালন করা সহজ নয়। ছোটবেলা থেকেই ভালো-খারাপের শিক্ষা দেওয়া হয়। ভালো পথে চলা, ভালো কথা বলা, সবসময় সত্য কথা বলার শিক্ষা ছোটবেলা থেকেই দিয়ে থাকে বাবা-মা। তবে বড় হয়ে বিভিন্ন পরিবেশ বা পরিস্থিতিতে পড়ে বাচ্চা মিথ্যার আশ্রয় নিতে পারে। সন্তান মিথ্যা বলছে বা সত্য লুকাচ্ছে এমনটা হলে বেশ চিন্তায় পড়ে যান অভিভাবক🏅রা। সন্তানকে নিয়ে শঙ্কা বেড়ে যায়। এমন পরিস্থিতিতে অভিভাবককে আরও সচেতন হতে হবে।
বিশেষজꦬ্ঞরা জানান, বাচ্চার বয়স ৪-৫ বছর হলে সাধারণত তারা মিথ্যা বলতে শুরু করে। অধিকাংশ শিশুই ভয় থেকে মিথ্যা বলা শুরু করে। এই সময় শিশুকে শেখাতে হবে সত্যি বলা প্রয়োজন। তাকে বুঝাতে হবে সত্য গোপ꧑ন করা ঠিক নয়।
খেয়াল করলে দেখা যাবে, ꦐꩲশিশু বড় হওয়ার সঙ্গে সঙ্গে সমাজ এবং আশপাশের মানুষের বিষয়ে সচেতন হতে থাকে। যখনই শিশু উপলব্ধি করবে, বিষয়টি অন্যের কাছে খারাপ লাগবে, তখনই সে মিথ্যা আশ্রয় নেবে। তাই এই বিষয়গুলোর খারাপ দিক আপনাকেই বুঝিয়ে দিতে হবে সন্তানকে।
মিথ্যার প্রবণতা বেড়ে গিয়ে অভ্যাসে পরিণত হলেই মুশকিল। বড় হওয়ার সঙ্গে সঙ্গে এটি চরম আকার নিতে পারে। তাই হঠাৎ যদি খেয়াল করেন শ𓆉িশু মিথ্যা বলতে শিখছে, তখনই সতর্ক হয়ে যান।