আষাঢ়ে জন্ম নেওয়া ব্যক্তিদের চরিত্র কেমন?

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২৪, ২০২২, ০১:৫৩ পিএম

একেক ব্যক্তি একেক রকম। একেক রকম হয় তাদের চারিত্রিক বৈশিষ্ট্য। ব্যক্তিত্বও হয় ভিღন্ন। কারণ তাদের জন্ম ও বেড়ে উঠার পরি♛বেশ হয় আলাদা। বিশেষজ্ঞরা জানান, মানুষের জন্মের মাসের উপর অনেকটাই নির্ভর করে সেই ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। যা সেই ব্যক্তির ব্যক্তিত্বকেও প্রভাবিত করে। 

নির্দিষ্ট মাসে জন্ম নেওয়া ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্যে মিলও✤ দেখা যায়। জোতিষ্য বিদ্যায় জন্ম তা💟রিখ, দিন ও মাস দেখে জাতক-জাতিকার ভাগ্য বলে দেওয়া হয়। ধারণা করা হয় তাদের  পড়াশোনা, আচরণ, বিবাহিত জীবন, কর্মজীবন সম্পর্কেও।

সেই সুবাদে ধারণা ন🅷িতে পারেন আষাঢ়ে জন্ম নেওয়া ব্যক্তিদের চারিত্রিক বৈশিষ্ট্য কেমন হবে। ;

জোতিষ্যীরা জানান, আষাঢ় মাসে জন্ম নেওয়া ব্যক্তিদের ষষ্ঠ ইন্দ্রিয় হয় খুব প্রখর। তারা মিষ্টিভাষী হয় এবং মিষ্টি কথা পছন্দ করে। তাদেরকে মিষ্টি কথ🧜ায় ভুলিয়ে যেকোনও কাজ করিয়ে নেওয়া সহজ হয়।

আষাঢ়ে জন্ম নেওয়া ব্যক্তিরা অধিক কাজ করতে বেশি ভালবাসে। তারা উচ্চ স্বপ্ন দেখে এবং স্বপ্ন পূরণে যথাসম্ভব চেষ্টাও করে। নিজেকে প্রඣꦐতিষ্ঠায় তারা সর্বাত্ম চেষ্টা চালিয়ে যায়।

তবে বাংলার এই মাসে জন্ম নেওয়া ব্যক্তিরা জীবনে যেকোনও সিদ্ধান্তে দোটানায় থাকে। তারা খুবই অস্๊থির প্রকৃতির হয়। সিদ্ধান্ত নিতেও তাদের মধ্যে অস্থিরতা কাজ করে। তাইতো অনেক সময়ই ভুল সিদ্ধান্ত নিয়ে বসে তারা। 

আষাঢ়ে জন্ম নেওয়া ব্যক্তিরা পছন্দের মানুষকে জীꦚবনসঙ্গী করে খুব কমই পান। কারণ তাদের সম্পর্ক টিকে থাকে না বেশিরভাগই।  এরা কাউকে পছন্দ করলে তা বেশি দিন স্থায়ী হয় না। যার সঙ্গে সম্পর্ক গড়ে উঠছে তাকে নিয়ে প্রচুর সংশয় থাকে। নিরাপত্তাহীনতায় ভোগে। তাই এদের সম্পর্ক টিকিয়ে রাখায় বেশ যত্নশীল হতে হয়।

আষাঢ় মাসে জন্ম নেওয়া ব্যক্তিদের বিয়ের যোগও একাধিক। তাদের জীবনে একাধিক♑ বিয়ে হতে পারে। প্রকৃত সুখ খুঁজতে গিয়েই এমন পরিসꦰ্থিতিতে পড়তে হয়।

এই মাসে🎐 জন্ম নেওয়া ব্যক্তিরা অন্যের প্রতি বিশ্বাসী হয়। হাসিখুশি থাকে। মানসিকভাবে তারা বেশ দৃঢ় হয়। জীবনের সব বাধা বিপত্তি কাটিয়ে তারা সাফল্য অর্জন করতে পারে। যা ঠিক করেন সেই কাজ করেই ছাড়েন। 

ক্যারিয়ারে তারা আইনজীবী, বক্তা, শিক্ষক, সাংবাদিক, উচ্চপদস্থ কর্মচারী, 🔯বিচারক হলে ভালো উন্নতি পান। কারণ এসব কাজ তার চারিত্রিক বৈশিষ্ট্যের সঙ্গে মানানসই।

 

 

সূত্র: বোল্ডস্কাই