বৃষ্টির দিনে নিরাপদে গাড়ি চালানোর কৌশল

সংবাদ প্রকাশ ডেস্ক প্রকাশিত: জুন ২১, ২০২২, ০৩:৫২ পিএম

✱বর্ষা মৌসুমে শুরু হয় টানা বৃষ্টি। রাস্তাঘাটে পানি জমে থাকে। ভাঙা রাস্তায় পানি জমে আরও বেহাল অবস্থা হয়ে যায়। যেখানে চলাফেরা করাই কষ্টকর। এই সময় সাবধানতাও অবলম্বন করতে হয় বেশি। একটু অসতর্কতায় হয়ে যেতে পারে বড় বিপদ। 

হাঁটা-চলার পাশাপাশি বর্ষা মৌসুমে গাড়ি 🐽চালানোর ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন। বৃষ্টির সময় গাড়ি নিয়ে রাস্তায় বের হলে কিছু সতর্কতা মেনে চলুন।

  • বৃষ্টিতে গাড়ি নিয়ে বের হতে হলে সময় নিয়ে বের হোন। তাড়াহুড়ো করে গন্তব্যে পৌছাতে যাবেন না। পর্যাপ্ত সময় নিয়ে বের হলে সাবধানে গাড়িও চালাতে পারবেন।
  • বৃষ্টির দিনে পোশাকও ভিন্ন হতে হয়। ভেজা জুতা পরে গাড়ি চালানো ঠিক না। এতে ব্যালেন্সে সমস্যা হতে পারে। 
  • বৃষ্টির সময় অন্য গাড়ি ও পথচারীর দিকে খেয়াল রেখে গাড়ি চালাবেন। অন্য গাড়ি চালকরা তাড়াহুড়ো করলেও আপনি ধীরস্থির বজায় রাখবেন। প্রয়োজনে অন্য গাড়িকে আগে যেতে দিন।
  • গাড়ির সামনের কাঁচের পানি মোছার জন্য ওয়াইপার এক্টিভ রয়েছে কিনা চেক করে নিন। ওয়াইপার চালু রাখুন। সামনের কাঁচে পানি জমে যাওয়ার আগেই মুছে নিন।
  • বৃষ্টির সময় গাড়ির হেডলাইট জ্বালিয়ে চালাবেন। এতে অন্যরা আপনার গাড়ি সহজেই দেখতে পারবেন।
  • শহরের ভেতরে গাড়ি চালালে স্পিড কম রাখুন। হাইওয়েতে গাড়ি চালানোর সময় নির্দিষ্ট গতিবেগ রাখুন। অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। এতে বিপদ হতে পারে। গাড়ির গতি সহজেই নিয়ন্ত্রণ করা যাবে সেভাবেই চালান।
  • গাড়ির থামানোর সময় ধীরে ধীরে ব্রেক নিন। এরপর আবারো চালাতে শুরু করুন। বৃষ্টির সময় হঠাৎ করে গাড়ির চাকা পিছলে যেতে পারে। ধীরে ধীরে এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন।
  • বৃষ্টির পরিমাণ বেশি হলে রাস্তার পাশে অবস্থান করুন। অতিরিক্ত বৃষ্টিতে অন্য যানবাহন দেখতে সমস্যা হতে পারে। কিছুক্ষণের জন্য় রাস্তার পাশে অপেক্ষা করে বৃষ্টির পরিমাণ কমলে আবার গাড়ি চালান।
  • বৃষ্টির পানিতে অনেক রাস্তাই ডুবে যায়। যেসব রাস্তা পানিতে ডুবে গেছে সেখানে সাবধানে গাড়ি চালান।
  • বৃষ্টির সময় রাস্তার মাঝ বরাবর গাড়ি চালান। রাস্তার দুই পাশের তুলনায় মাঝখান একটু উচু থাকে। সেখানে কম পানি থাকে। 
  • বৃষ্টির সময় যেসব রাস্তা পানিতে ডুবে যায় সেগুলো এড়িয়ে চলুন। তাছাড়া দীর্ঘ জ্যামও হতে পারে। তাই বিকল্প রাস্তা থাকলে সেদিকে এগিয়ে যান।
  • বৃষ্টিতে গাড়ি চালানোর আগে গুরুত্বপূর্ন যন্ত্রাংশগুলো চেক করে নিন। ব্রেক, এসিসহ অন্যান্য যন্ত্রাংশ ঠিক কাজ করছে কিনা দেখে নিন। গাড়িতে পর্যাপ্ত জ্বালানী রয়েছে কিনা চেক করুন। সব ঠিক থাকলেই গাড়ি নিয়ে বের হবেন।
  • বৃষ্টিতে টার্ন নেওয়ার আগে সতর্ক থাকুন। ভেজা রাস্তায় টার্ন নিতে হলে গাড়ির গতি কমিয়ে নিন। আশেপাশে ভালো করে খেয়াল করতে হবে। টার্ন নেওয়ার সময় হঠাৎ গাড়ির চাকা পিছলে যায়, এক্সিলারেটর থেকে পা সরিয়ে নিন।
  • বৃষ্টির সময় গাড়ি চালালে সামনের গাড়ির সঙ্গে যথাযথ দূরত্ব বজায় রাখুন। রাস্তায় কেউ সামনে দিয়ে দৌড় দিলে গাড়িটি হার্ড ব্রেক করতে হতে পারে। আপনি এমন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকুন।
  • বৃষ্টির সময় এসি চালিয়ে রাখুন। গাড়ির কাঁচ নামাবেন না। গাড়ির কাঁচ খোলা থাকলে বাইরের তাপমাত্রার সঙ্গে ভেতরের তাপমাত্রার তারতম্য হলে কাঁচ ঘেমে ঘোলা হয়ে যেতে পারে। তাই এসি চালু রাখুন। 
  • বৃষ্টিতে গাড়ি চালানোর সময় অবশ্যই সিটবেল্ট বেঁধে রাখুন। যদিও সবসময় সিটবেল্ট বেঁধেই গাড়ি চালানোর নিয়ম রয়েছে। তবে অনেকেই বিষয়টি অবহেলায় এড়িয়ে যান। বৃষ্টির সময় এই বিষয়ে অবহেলা করলে চলবে না।
  • বৃষ্টির সময় গাড়ি চালানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মোবাইল ফোনে কথা বলা যাবে না। মোবাইল ফোন কানে লাগিয়ে এই সময় কথা বললে মনোযোগ নষ্ট হতে পারে। যার ফলে দুর্ঘটনার সম্ভাবনা থাকে। প্রয়োজনীয় ফোন হলে স্পিকারে রেখে কথা বলুন এবং দ্রুত কথা শেষ করুন। অন্যথায় ফোন না ধরাই শ্রেয়।