মৌসুমে তৃপ্তি ভরে খেতে হয় আম। কিন্তু চেইন খুলে আমের রস পান করতে হবে, বিষয়টি সত্যি অদ্ভূত! সম্প্রতি নেটম🦹াধ্যমে ভাইরাল হয়েছে চেইন লাগানো আম। একটি ভিডিওত♊ে দেখা গেছে, আমের গায়ে চেইন লাগানো রয়েছে এবং তা খেতে খুলতে হবে সেই চেইন।
বিচিত্র সব জিনিসে ভরপুর ꦛথাকে নেট দুনিয়া। আমের মৌসুমেও এমন বিচিত্র ভিডিও সবার নজর কেড়েছে। ভিডিওতে আটকে যাচ্ছে কৌতূহলীদের চোখ। বোঝাই যাচ্ছে না এটি কোনো ফল না হাতব্যাগ।
ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, সাদা রঙের হাতমোজা পরা এক ব্🍃যক্তি ধরে রেখেছেন একটি পাকা আম। অবিকল পাকা আমের 💜মতোই দেখতে ফলটি। যার গায়ে লাগানো রয়েছে একটি চেইন। চেইনটি টানতে শুরু করেন ওই ব্যক্তি। এরপর পুরো চেইনটি টেনে খুলেও ফেলেন।
চেইন খুলতেই বেরিয়ে আসে রহস্য। দেখা যায়, চেইনের ভেত💟রে রয়েছে শুধু আমের শাঁস। এটি আসলেই আম! এমন বিচিত্র চেন লাগানো আম যা কখ🐈নওই কেউ দেখেননি।
ভিডিওটি নেটমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘ব🍰িউটিফুলআর্থ’ প্রোফাইল থেকে প্রকাশিত হয়েছেই ভিডিওটি। মুহূর্তেই এই ভিডিওটির ভিজিটর দাঁড়িয়েছে প্রায় ২১ লাখে। এদের মধ্যে ৫০ হাজারের বেশি ব্যবহারী লাইকও দিয়েছেন এবং প্রশংসাও করছেন এমন অদ্ভূত ফলটির।