ঈদ মানে খুশি আর আনন্দ। ঈদের সময় বাইরে বেড়াতে যাওয়ার একটা ধুম পড়ে যায়। একটানা লম্বা ছুটিতে এবার অনেকে আত্মীয়স্বꦍজনের বাড়িতে যাচ্ছে বেড়াতে। তা ছাড়া বন্ধুবান্ধবের বাড়িতে দাওয়াত খাওয়া তো লেগেই আছে। মেয়েরা বরাবরই সাজতে পছন্দ করে। কোথাও গেলে মেকআপ উপকরণই মেয়েদের প্রথম পছন্দ। তা ছাড়া নিজেদের পরিপাটি রাখত💛েও মেকআপের সমকক্ষ কিছু নেই।
কাজল কালো চোখের সৌন্দর্য বাড়াতে মাসকারার জুড়ি মেলা ভার। মাসকারার ব্যবহার সবাই কমবেশি করে। আর ঈদের সাজে তো মাসকারা অবশ্যই থাকবে। তবে মাসকারা তোলার সঠিক উপায় জানেন কী? চোখের মাসকারা সঠিক নিয়মে না তুললে হতে পারে নান🎉ান সমস্যা। তাই ভারী মেকআপের পর অবশ্যই চোখের মাসকারা সুন্দরভাবে পরিষ্কার করুন।
চলুন জেনে নেওয়া যাক মাসকারা তোলার সহজ উপায়
তুলোয় কয়েক ফোঁটা মেকআপ রিমুভার নিয়ে নিন। তারপর চোౠখের ওপর কয়েক মিনিট রেখে দিন। অবশ্যই চোখ বন্ধ করে রাখবেন। এরপর চোখ ধীরে ধীরে মুছে নেবেন। ঘষে ঘষে মুছবেন না।
বাজারে হরে😼ক ব্র্যান্ডের মাস্কারা রিমুভার কিনতে পাওয়া যায়। আপনি অনায়াসেই সেগুলো ব্যবহার করতে পারেন। চোখের প♕াতায় মাসকারা রিমুভার লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে মাসকারা মুছে ফেলুন।
নারকেল তেল দিয়ে আপনি সহজেই মাসকারা তুলতে পারেন। নারক🌄েল তেলে তুলো ভিজিয়ে চোখের ওপর এক মি𒁃নিট রেখে দিন। এবার হালকা হাতে মাসকারা মুছে নিন। মাসকারা উঠে আসবে।
অনেকে মেকআপ না তুলেই ঘুমিয়ে পড়েন। দীর্ঘ সময় ধরে মাসকারা পরে থাকলে চোখের পাতার চুল উঠে আসার আশঙ্কা বেড়ে যায়। এই ভয়ংকর অভিজ্ঞতা এড়িয়ে যাওয়ার জন্য ঘুমতে যাওয়ার আগে মেকআপ তুলে চোখে পানির ঝাপটা দিতে হবে। তবে ভুলেও ঘষবে▨ন না।